আমার বঙ্গবন্ধু" প্রকাশনা ও প্রতিযোগিতা

আমার বঙ্গবন্ধু" প্রকাশনা ও প্রতিযোগিতা

বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী নিয়ে কী ভাবছে বর্তমান প্রজন্ম? দেশপ্রেম ও দেশ গড়ার প্রেরণায় তারা কীভাবে উদ্বুদ্ধ হচ্ছে জাতির পিতার জীবনাদর্শ, উন্নয়ন দর্শন, প্রেরণাময়ী ভাষণ ও ভাবনায়? এসব অন্বেষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ-২০২০ উপলক্ষ্যে ‘আমার বঙ্গবন্ধু-প্রেম ও প্রেরণায়’ শীর্ষক প্রকাশনা ও প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।


সারাবিশ্বে অবস্থানরত যেকোনো বাংলাদেশি নাগরিক এতে অংশ নিতে পারবেন। সর্বোচ্চ ৫০০ শব্দে বাংলায় কম্পোজকৃত লেখা গল্গ, কবিতা বা রচনা আগামি ৩১শে জানুয়ারি ২০২০ তারিখের মধ্যে amarbongobondhu@gmail.com এ ঠিকানায় পাঠাতে হবে। সেরা ১০ টি লেখার জন্য বিশেষ পুরস্কারসহ মোট ১০০ জন লেখককে আনুষ্ঠানিকভাবে ঢাকায় সম্মাননা জানানো হবে এবং নির্বাচিত লেখা নিয়ে প্রকাশিত হবে ‘আমার বঙ্গবন্ধু’ সংকলন।

সৃজনশীল উন্নয়ন সংস্থা ‘স্বপ্নশীলন’ এর উদ্যোগে এ আয়োজন সহযোগী ‘বাঙালি, ‘ঢাকা এফএম.কম ৯০.৪, জাগোনিউজ২৪.কম ও ক্যরিয়ার কেয়ার.কম।