ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ‘ক্যারিয়ার ক্যানভাস’

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ‘ক্যারিয়ার ক্যানভাস’

তখনো তরুনদের চোখে মুখে দীপ্ত স্বপ্নের আল্পনা। ভবিষ্যৎ জয় করার অদম্য স্পৃহা। এমন তারুণ্যদীপ্ত দুই শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে দুইদিন ব্যাপী ‘ক্যারিয়ার ক্যানভাস’ সম্পন্ন হল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বর্ণিল ক্যানভাসে। শিক্ষার্থীরা যাতে যথাযথ পেশা-পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে কাঙিক্ষত ক্যারিয়ার গড়তে পারে সে লক্ষ্যেই ইউআইইউ এইচআর ফোরাম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার ও ক্যারিয়ার কেয়ার.কম পেশা-পোর্টাল এর আয়োজনে অনুষ্ঠিত হয় ‘ক্যারিয়ার ক্যানভাস’।গত ২ এপ্রিল দুইদন ব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক ড. মনজুরুল হক খান। প্রথম দিনে তরুণদের সাথে নিজের পেশাগত অভিজ্ঞতার আলোকে আলোচনা করেন পরামর্শমূলক কথা বলেন আকিজ গ্রপের প্রাক্তণ নির্বাহী পরিচালক ও পেশা-পরামর্শক নজর-ই জিলানী এরপর কাঙিক্ষত ক্যারিয়ারের জন্য করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন ইগলু আইচক্রিম এর সিইও কামরুল ইসলাম। দি¦তীয় দিনে পছন্দসই পেশা বাছাইয়ের নানা দিক নিয়ে আলোচনা করেন অনুপ্রেরণামূলক লেখক ও বাংলাদেশ ব্যাংকের উপ- পরিচালক নাজমুল হুদা এবং আইপডিসি ফাইনান্স এর সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন ইউ ইসলাম। আলোচনা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্কিফিকেট প্রদান করা হয়। সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মফিজুর রহমান। শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিজেদের উপযুক্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সব ক্যাম্পাসে ‘ক্যারিয়ার ক্যানভাস’ এর মত আয়োজন করা যেতে বলে মনে করেন অতিথিবৃন্দ।