
একজন ফাহিম: হাজারো স্বপ্নের সারথী
“ বড় প্রতিভাবান ব্যক্তিদের আত্মজীবনী খুবই সংক্ষিপ্ত হয়ে থাকে ” ইমারসন এর এ কথাটি ধরেই কয়েকটি কথা লিখছি এই মানুষটিকে ঘিরে।
কিছু কিছু নাম কখনো কখনো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে যায়।
এই মানুষটি সেই রকম একটি মানুষ।
জর্জ বার্নাড শ একটি কথা বলেছিলেন - “ একটা দিনের খাটুনি হচ্ছে একটা দিনের খাটুনি বেশিও না কমও না আর যে মানুষটি এই খাটুনি খাটে তার দরকার একটা দিনের খাদ্য, একটা রাতের বিশ্রাম এবং যথোচিত অবকাশ - সে চিত্রকরই হোক বা হলধর।”
এ কথাটি ভুল প্রমাণ করে দিতে এই মানুষটির কর্মকান্ডই যথেষ্ট।
সকালে কিছু খান কিনা সেটা গবেষণার বিষয় আর দিন শুরু করা থেকে রাত অবধি চা-কফি-কোল্ড ড্রিংকস-বাদাম ছাড়া দুপুরে আর রাতে যা খান সেটা অন্য কারো পরিমাণে একবেলার চেয়েও কম বৈ বেশি না।
রাতে যখন সবাই ক্লান্ত হয়ে মাঝরাত পাড়ি দেয় তখন তিনি ঘুমের দেশে না গিয়ে ঘুমের ইউনিয়নে যান। স্বল্পতম ঘুম দেয়ার জন্য।
খাওয়া আর ঘুম নিয়ে পরিশ্রমী মানুষটির যে প্রাত্যাহিক জীবন সেখানে যথোচিত অবকাশ এর বিষয়টি না তোলাই শ্রেয়।
“ মানুষ হিসাবে মানুষের জন্য কিছু করা বিধাতা পছন্দ করেন ” বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এর এ কথাটিকে মনে প্রাণে বিশ্বাস করেন এই মানুষটি।
তাইতো নিজের তিনটি প্রতিষ্ঠানে উদ্যোক্তা হিসেবে যেমন শত শত মানুষকে নিয়োগ দিয়ে জীবন চালাতে সাহায্য করছেন তেমনি এ তিনটি প্রতিষ্ঠান হতে প্রাপ্ত সেবা লক্ষ লক্ষ লোককে তাঁদের স্বপ্নপূরণ আর জীবন রঙ্গীন করতে সহায়তা করে যাচ্ছে।
”কর্মব্যস্ত লোকের জীবনে স্বপ্ন বলে কিছু থাকে না” ডব্লিউ বি ইরান্টস এর এই কথাটিকেও ভুল প্রমাণ করে চলেছেন এই মানুষটি। নানান স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।
এই মানুষটি তাঁর নাওয়া-খাওয়া ভুলে চিন্তা-চেতনা মেধা আর মনন দিয়ে দেশের আইটি সেক্টর কে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তাঁর অক্লান্ত পরিশ্রমের ফসল ঘরে তুলছে হাজার হাজার তরুণ-তরূণী থেকে শুরু করে আপামর সর্বসাধারণ। কাজ করছেন দেশ ও দশের তরে।
ফেসবুকে না থাকলেও গণমাধ্যমে সব জায়গাতেই নিজস্বতা তুলে ধরেন। তুখোড়, বুদ্ধিদীপ্ত সে সকল স্ট্যাটাস আর বয়ান ছড়িয়ে যায়, লাইকে লাইকে তরুণ-তরূণীরা শেয়ার করেন, একাত্মতা প্রকাশ করেন।
তাঁর উপস্থিতি, তাঁর ভরাট কন্ঠের আলোচনার ধরন, তাঁর জ্ঞানগর্ভ স্ট্যাটাসটিক উপস্থাপন সবই মুহূর্তেই সবাইকে আলোড়িত করে, আন্দোলিত করে তোলে।
ক্রীড়াপ্রেমী হিসেবে তাঁর জুড়ি মেলা ভার। ক্রিকেটকে ধারণ করেন মানুষটি। কখনো বাংলাদেশের খেলায় গ্যালারীতে বসে কখনো বা অফিসের কনফারেন্সে বা নিজ রুমে গলা ফাটান, হাত তালি বা মুখে সাবাশ বলে তৃপ্ততা নেন।
বিভিন্ন টুর্ণামেন্টে অফিসের অংশগ্রহণ নিশ্চিত করেন। গেম বল বা টেপ টেনিস যাই হোক নিজেই নেমে পড়েন আর কোচ এবং খেলোয়াড় দু জায়গাতেই সফলতার স্বাক্ষর রাখেন।
কর্পোরেট জগতে আইকন হয়েও পোশাকে আশাকে নিদারূণ এক নিপাট ভদ্রলোক মানুষটির অহংবোধ বলে কিছু নেই। তাইতো শত কর্মব্যস্ততার ভীড়েও মানুষটি হাসতে পারেন। তাঁরসাথে দেখা করতে আসা প্রত্যেককে হাসিমাখা মুখ দিয়ে আলিঙ্গন করেন। সবার জন্য নিজেকে উজাড় করে দিতে জানেন।
২৪ ঘন্টা সময়ের খুব অল্প অংশই পরিবারের সদস্যরা হয়তো কাছে পান ওনাকে। পারিবারিক সময়ের অংশগুলো তাই কাটে ছেলে-মেয়ে আর ভাইয়ার আম্মা তথা আমাদের খালাআম্মার সাথে।
Bdjobs.com, AjkerDeal.com & Delivery Tiger.com এর প্রধান নির্বাহী, স্বপ্নবাজ হাজারো তরুণ-তরূনীর আইকন, বাংলাদেশের আইটি সেক্টরের এক উজ্জল নাম এবং আমাদের সকলের প্রিয় ফাহিম আজ শুভ জন্মদিন।@ আলী ফিরোজ