
উদ্যোক্তা !!
এই শব্দটি শখের বেবি লোশন নয় যে ব্যবহার করার মধ্যো দিয়েই নিজেকে তৈরি করা সম্ভব একজন উদ্যোক্তা! উদ্যোক্তা মানে নিজেকে প্রতিমুহূর্তে পরীক্ষা দেওয়া পরীক্ষায় যেমন ফলাফল আছে তেমনি ও উদ্যোক্তাদের ফলাফল আছে!
স্টুডেন্ট যখন ভালো রেজাল্ট করে তখন পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয় তেমনি উদ্যোক্তারাও যদি ভালো ফলাফল অর্জন করতে পারে তাহলে পরবর্তীতে তাদের অবস্থান তৈরি হয় অন্যথায় হারিয়ে যেতে হয় হাজারো মানুষের ভিড়ে খুঁজে পাওয়া যায় না আর কখনো তাকে !!
এটাই উদ্যোক্তা,উদ্যোগ যা শুধু স্বপ্নে দেখে নিজেকে উদ্যোক্তা ভাবা নয়। উদ্যোক্তা মানে নিজেকে একজন ত্যাগী সৈনিক হতে হয়।
হাজারো সম্ভাবনাময় 9 টা 5 টা অফিস থাকার পরেও আপনি সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে নিজেকে উদ্যোক্তা দাবি করা কিংবা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখা এটা ছোট্ট একটা বিষয় নয় ছোট্ট একটা শব্দ নয় এটি হলো আপনি যেই সম্ভাবনা দেখছেন হাজার হাজার মানুষ যেখানে কাজ করছে সেই কাজ করার পিছনের মানুষটির চিন্তা করা।
আপনি যদি একটি অফিসের অফিস কর্মকর্তা হন তাহলে আপনার চিন্তা থাকবে সকালে কিভাবে বের হবেন কিভাবে অফিস থেকে বের হয়ে বাসায় ফিরবেন কিন্তু আপনি যখন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখবেন তখন আপনি কখন বাসায় যাবেন কখন বাসায় ফিরবেন এই চিন্তা আপনার ভিতরে থাকে না!
আপনার ভিতর থাকে আপনি মানুষের জন্য নতুন কি প্রোডাক্ট নিয়ে আসবেন কখন সেই প্রোডাক্ট এর কাজ শুরু হবে কখন সেই প্রোডাক্ট মার্কেটে পৌঁছাবে সেই চিন্তায় আপনার ঘুম হারাম হয়ে যায় বা যাবে।
উদ্যোক্তাদের চিন্তা করতে হয় তার এই কর্মস্থলে এসে একটি মানুষ সারাদিনে কি করবে তার থেকে আমি সারাদিনে কি পাবো!!
একজন উদ্দ্যোক্তাকে ভাবতে হয় কি করে আমি আমার অফিস মেন্টেন করব অফিসের যাবতীয় খরচ অফিস ভাড়া প্রোডাকশন খরচ যাতায়াত ভাড়া অফিসে কর্মরত সকল এর বেতন কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করব!!
আপনি যদি শুধু চাকরি করেন বা শুধু চাকরি করবেন ভাবেন তাহলে এত প্রেসার আপনার জন্য নয়! আপনার জন্য ওই উদ্যোক্তার অফিসে চাকরি করাই উত্তম!
নতুন নতুন উদ্যোক্তাদের অফিস বাড়িঘর কিছুই থাকেনা থাকে প্রচন্ড ভালোবাসা কাজের প্রতি নিজের প্রতি নিজের স্বপ্নের প্রতি আর এতোটুকু ভালোবাসা অনুপ্রেরণা থাকার জন্যই হয়তো একদিন ইতিহাসে নিজেকে উদ্যোক্তার পরিচয় দিতে পারে।
আমি এই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ইচ্ছা করে দেখিনি আমার পরিস্থিতি আমাকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখিয়েছে আমি শখ করে নিজের পরিচয় উদ্যোক্তা করিনি!!
এমবিএ পড়াশোনা করার পরে যখন দেখি চাকরির বাজারে হাহাকার প্রাইমারি পড়াশোনা করেনি এমন বন্ধুবান্ধব যখন দেখি বড় বড় প্রতিষ্ঠান টেকনিশিয়ান হিসেবে কাজ করে অনেক বেতন পায় কিন্তু আমি পড়াশোনা শেষ করে তার আন্ডারে হেলপারি করার অফার পাই।
কি হয়েছে কেনই বা এত সময় নষ্ট করে পড়াশোনা করেছি!! সমাজ কি আমার জন্য বা আমি কি সমাজের জন্য কিছু করতে পেরেছি?!
সব কিছুই দরকার আছে তবে সমাজ কিংবা আমাকে দায়ী করলে ভবিষ্যতে পথ চলা খুব কঠিন তাই বলে আমি চুপ করে থাকব আমার জনসমাজ কেন চাকরি রাখেনি কেনইবা আমি প্রতিযোগিতায় হেরে যাচ্ছি?!
সব প্রশ্নেরই হয়তো সমাজ বা আমার আপনার কাছে আছে কিন্তু আমার আপনার কাছে সেই সময় নাই যেই সময় দিয়ে আপনি এত কিছু ভাববেন!!
আজ হয়তো আপনি আমি উদ্যোক্তা হওয়ার চেষ্টায় নিজের মূল্যবান সময় লেবারের পরিণত করেছি কিন্তু একদিন হয়তো আপনার আমার এই উদ্দাম এবং সঠিকভাবে কাজ করার ফলে আপনিও আমি হতে পারি একজন উদ্যোক্তা আপনার আমার আন্ডারে থাকবে হাজার হাজার মানুষ কিন্তু তাদের হয়ত আপনার আমার মত রাস্তায় রাস্তায় মানুষের লেবারি করতে হবে না!!
আমার মত অনেকেই আছেন শিক্ষিত পড়াশোনা করেছেন বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু সেই কাজ করতে অনীহা তৈরি হবে এটাই স্বাভাবিক। যখন একটি শিক্ষিত ছেলে দেখতে পায় বা শিকার হয় কম শিক্ষিত বা অশিক্ষিত একটি মানুষ তাকে হুকুম দেয় কিংবা তাকে বাজে কথা বলে। তখন তার কাজের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে।
আমরা শিক্ষিত হওয়ার পরে অসহায় হয়ে যাই অশিক্ষিত কিংবা অদক্ষ মানুষের কাছে।
যেই ছেলেটা পড়াশোনা করে চাকরি পায় না তার থেকে অসহায় আর কেউ হয় না তখন।
শিক্ষিত হয়েছে বলেই সব দায়ভার তার তা কিন্তু নয়! আপনার-আমার একটি সুযোগ একটি ভালবাসা একটি অনুপ্রেরণা হতে পারে একটি মানুষের জন্য সাফল্য কিংবা সম্ভাবনা!
সবথেকে বেশি কষ্টের যখন একটি শিক্ষিত ছেলে নিজেকে গুটিয়ে ছোট ছোট কাজে হাত দিতে হয় সেটাই তার জন্য অনেক বড় কষ্টের তারপরেও যদি সেই ছোট কাজে তাকে দেখে মানুষ হাসাহাসি করে তখন তার অবস্থা কোথায় দাঁড়ায়!
আমাদের সমাজে অনেকের অনেক টাকা পয়সা আছে তাদের দরকার নেই চাকরি কিংবা উদ্যোক্তা হওয়ার উদ্যোগ কারণ তাদের আছে যার জন্য মানুষ চাকরি কিংবা উদ্যোক্তা হয়।
যাদের নাই তারা কি কাজ করবেনা ??
আপনার-আমার হয়তো একটি সুযোগ আছে দুইটি সুযোগ আছে কিন্তু একটি মানুষের কোন সুযোগ নাও থাকতে পারে কিছু করার!!
আমাকে দেখে কেউ যদি হাসে তাতে আমার কিছু আসে যায় না আর আমি সেটা মেনেই শুরু করেছি নিজেকে উদ্যোক্তা হওয়ার যুদ্ধ।
আমি জানি যুদ্ধে কেউ একজন জয়ী হবে আর সেই জয়ী মানুষটি আমি হতে চাই।
সবাই দোয়া করবেন আর আপনার যদি হাসি পায় তাহলে আমাকে স্কিপ করে যাবেন। কারণ আমি চাইনা আপনার হাসির জন্য আমার উদ্যম আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থেমে যাক।
©রুহুল আমিন
উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবক