সংবাদ উপস্থাপনা এবং সাংবাদিকতার নানা দিক নিয়ে Career Care এর আয়োজন

সংবাদ উপস্থাপনা এবং সাংবাদিকতার নানা দিক নিয়ে Career Care এর আয়োজন

টেলিভিশন ও রেডিওতে সংবাদ উপস্থাপনা এবং সাংবাদিকতা বর্তমান সময়ে মর্যাদাপূর্ণ ও আকর্ষণীয় পেশাগুলোর অন্যতম। এই পেশাগুলোতে আছে খ্যাতি, সম্মান ও পরিচিতি। বেতনও বেশ ভাল।এবার সংবাদ উপস্থাপনা এবং সাংবাদিকতার নানা দিক ও কৌশল নিয়ে আয়োজন করা হয় Workshop on Multiple Career in Media & Journalism. গত ১৭/০৩/২০১৯ তারখ
সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পরযন্ত বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলা মটর, ঢাকায় ।সংবাদ উপস্থাপনা ও সাংবাদিকতায় সফল ক্যারিয়ার গড়ার উপায় ও কৌশল,  সফল আরজে হওয়ার উপায় বা কৌশল, পাবলিক স্পিকিং ও উপস্থাপনায় পারদর্শী হওয়ার কৌশল, কর্মজীবনে সর্বোচ্চ সফলতা অর্জনের কৌশল, অনলাইন পোর্টাল বা ডিজিটাল সাংবাদিকতার কৌশলসহ নানা কথা বলন ফারজানা করিম, সিনিয়র নিউজ প্রেজেন্টার, চ্যানেল আই। রেজাউর রহমান রিজভী
সিনিয়র সাংবাদিক, দৈনিক মানবকণ্ঠ, সাইফুদ্দীন রবিনসিনিয়র রিপোর্টার , যমুনা টেলিভিশন,  মোঃ আনিসুর রহমান, উপ-পরিচালক, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, উপদেষ্টা, দৈনিক সকালের সময়,  নাজমুল হুদা, অনুপ্রেরণামূলক লেখক, বক্তা,সংগঠক এবং উপ-পরিচালক, বাংলাদেশ ব্যাংক।মশিউর রহমান শান্ত, অনুষ্ঠান প্রযোজক ও উপস্থাপক,ঢাকা এফএম ৯০.৪, মাহমুদা মাহা, উপস্থাপিকা ও অভিনেত্রী।এছাড়া ড. কাজল রশিদ শাহীন, সম্পাদক, দৈনিক খোলা কাগজ ও মোঃ হাসিবুর রহমাননির্বাহী পরিচালক, ক্যারিয়ার কেয়ার.কম এবং বাংলাদেশ ইউথ ওরগানাইজেশন ফর স্কিল ডেভেলোপমেন্ট- বায়স্ড কথা বলন।