
উদ্যোক্তা সৃষ্টিতে ইএসডিপির অসামান্য উদ্যোগ
দেশের উন্নয়নে উদ্যোক্তার গুরুত্ব অপরিসীম। উদ্যোক্তা তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সংস্থাটির উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের (ইএসডিপি) আওয়াতায় দেশের ৬৪ জেলায় ২৪ হাজার নারী-পুরুষকে প্রশিক্ষণ প্রদান করতে যাচ্ছে।
গতকাল মঙ্গলবার রাতে ক্যারিয়ার কেয়ার ও স্বপ্নশীলনের নিয়মিত লাইভ অনুষ্ঠানে বিডা ও ইএসডিপি সম্পর্কিত বিভিন্ন আলোচনা করেন পরিচালক একেএম হাফিজুল্লাহ খান।
তিনি বলেন, আমাদের প্রকল্পের মেয়াদ দু’বছর। ইতোমধ্যে আমরা ৮ মাস অতিক্রম করেছি। এর মধ্যে ১০ হাজারের বেশি নারী-পুরুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য বিডার অসামান্য উদ্যোগের সাধুবাদ জানান আমন্ত্রিত অন্যান্য অতিথিরা।
ইএসডিপির প্রকল্প পরিচালক হাফিজুল্লাহ আরো বলেন, আমাদের ওয়েব সাইটে গিয়ে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন শেষে আমরা বাছাই করে প্রতি ব্যাচে ২৫ জন করে প্রশিক্ষণ দিচ্ছি। প্রত্যেক জেলায় ৩৭৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে ৬৪ জেলার ২৪ হাজার নারী-পুরুষ প্রশিক্ষণের আওতায় পড়বে।
ইএসডিপির ওয়েব সাইটে যেতে এখানে ক্লীক করুন
ক্যারিয়ার কেয়ার ও স্বপ্নশীলনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সফট স্কীল ট্রেইনার শামিম এইচ নাহিন, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক, লেখক, গবেষক নাজমুল হুদা। স্বপ্নশীলনের সিইও ফরিদ বিন আকবর। বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি কাউসার মাহমুদ। অনুষ্ঠন উপস্থাপনা করেন, শিক্ষক ও শিক্ষা বিষয়ক পরামর্শক শরিফুল আনোয়ার।