কর্মক্ষেত্রে করণীয়

কর্মক্ষেত্রে করণীয়

মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে তার কথাবার্তায়, আচার-আচরণে। নতুন পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অফিসে আপনার আচরণের ওপর নির্ভর করে অনেক কিছুই। কাজেই অফিসে আপনার সহকর্মী, সিনিয়র, জুনিয়র সবার সঙ্গে ব্যবহারের ‍কিছু আদবকেতা অবশ্যই পালনীয়। কর্মস্থলে আদবকেতা আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে। পাশাপাশি আপনার মার্জিত ও রুচিশীল ব্যবহারে সবাই আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। সময়ের প্রতি সচেতন হওয়া জরুরি। অফিস শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট আগেই আসার চেষ্টা করুন। কেননা, অফিসে এসেই আপনি কাজ করতে পারেন না। আপনার রিলাক্স হতে কিছুটা সময় নিতে হয়। কোনো কারণে দেরি হলে অফিসে ফোন বা মেসেজ করে জানিয়ে দিন। যেসব অফিসে নির্দিষ্ট পোশাক পরার নিয়ম নেই, তারা পোশাকের দিকে বিশেষ নজর রাখবেন। অফিসে মার্জিত, রুচিসম্মত পরিষ্কার কাপড় পরিধান করুন। মেয়েরা শাড়ি অথবা সালোয়ার কামিজ যেটাই পরবেন, সেটা যেন খুব বেশি আঁটসাঁট না হয়। দিনের অনেকটা সময় অফিসে থাকতে হয়। সুতরাং স্বাচ্ছন্দ্যের দিকটা খেয়াল রাখুন। অফিসে মেয়েদের ভারী মেকআপ এড়িয়ে চলা উচিত। সাধারণ একটা সাজই যথেষ্ট। তবে মাথার চুল পরিপাটি রাখবেন সব সময়। কর্মস্থলে পোশাকে বাধ্যবাধকতা থাকলে তা মেনে চলুন। কর্মক্ষেত্রে সবাইকে পরিচ্ছন্ন ও ইস্তিরি করা পোশাক পরে যাওয়া উচিত। মনে রাখবেন, কর্মক্ষেত্রে এলোমেলো পোশাক পরে গেলে নিজেরই ব্যক্তিত্ব ম্লান হবে। হাঁটার সময় শব্দ হয় এমন জুতা ব্যবহার থেকে বিরত থাকুন। তীব্র গন্ধের সুগন্ধি বা আতর ব্যবহার করবেন না। হালকা ঘ্রাণের বডি স্প্রে ডিওডোরেন্ট ব্যবহার করুন। নিজের ডেস্ক এবং ব্যবহার্য জিনিসপত্র সবসময় গুছিয়ে রাখুন। চিঠি বা ইমেইল এলে সময় মতো সেগুলোর উত্তর দেওয়া উচিত। কোনো কাজ না জানলে বা বুঝতে না পারলে সেটা স্বীকার করে, কীভাবে করতে হবে তা জেনে নিন। ব্যক্তিগত সমস্যা কখনো অফিসে আলোচনা করবেন না। এতে অফিসের পরিবেশ নষ্ট হয়। জরুরি ফোন ব্যতীত অফিস টাইমে ফোনকল এড়িয়ে চলুন। ছুটির প্রয়োজন হলে ছুটির আবেদন করুন, কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর ছুটিতে যাওয়া উচিত, এর আগে নয়। অফিসে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। অফিসের কোনো পার্টি বা বনভোজন থাকলে সেখানে যাওয়ার চেষ্টা করুন। এতে কাজের বাইরে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক সুন্দর হয়। অফিসে সবরকম সমালোচনা, পরনিন্দা, পরচর্চা এড়িয়ে চলার চেষ্টা করুন। সঠিক সময়ে মিটিংয়ে অংশ নিন। দেরিতে মিটিংয়ে উপস্থিত হয়ে নিজে বিব্রত হবেন না, অন্যদেরও বিরক্ত করবেন না। অফিসে থাকার সময়টুকুকে ভালোবাসুন। ভালোভাবে নিজেকে মেইন্টেন করুন। সবার কাছে প্রশংসনীয় হয়ে উঠবেন।