
'সাহসিকা' সভা
৫০ জন প্রশিক্ষণার্থী নিয়ে দেড় মাসব্যাপী অনলাইন প্রশিক্ষন কোর্স 'সাহসিকা' এর প্রথম ব্যাচের সমাপনী, সনদ বিতরণ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয় গত ১৯ ফেব্রুয়ারি ! যেসকল নারী নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে স্বনির্ভর হতে চান তাদের জন্য প্রথম বারের মত এ কোর্সের আয়োজন করে ক্যারিয়ার কেয়ার. কম। উন্নয়ন সংস্থা 'স্বপ্নশীলন', বাংলাদেশ সরকারের উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প (ইএসডিপি), Women and E-commerce Forum (WE), Bangladesh Youth Organizaion for Skill Development (BYOSD) ও প্রচারণা ডট কম এর সহযোগিতায় সমাপনী পর্বে অতিথি আলোচক হিসেনে সরাসরি ছিলেন মমিনুল ইসলাম, প্রধান নির্বাহী আইপিডিসি ফাইনান্স, গ্লোবাল ইসলামী ব্যাংক লি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম মিজানুর রহমান, বাংলাদেশ ব্যাংক এর উপপরিচালক ও লেখক নাজমুল হুদা, প্রেসিডেন্ট, উইমেন ই কমার্স ফোরাম(উই)নাসিমা আক্তার নিশা ও তরুন উদ্যোক্তা ফারিদুজ্জামান স্বাধীন।