
ব্যাংকের চাকরিতে পড়াশোনার বিষয়
প্রশ্ন: যেকোন বিষয়ে পড়াশোনা করে ব্যাংকের চাকরিতে আবেদন করা যাবে কিনা? এক্ষেত্রে পড়াশোনার বিষয় চাকরি পাওয়ার ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলে?
পরামর্শ: শুধু ব্যাংকিং, ফিন্যান্স, ব্যবস্থাপনা, অর্থনীতি বা ব্যবসায় সংক্রান্ত বিষয়-ই নয়, বিজ্ঞান, কৃষি প্রকৌশলসহ বিভিন্ন বিশেষায়িত বিষয়ে ডিগ্রীধারীরা ক্রমেই ঝুকে পড়ছে ব্যাংকের দিকে। বলতে দিধা নেই আমিও ফার্মেসিতে উচ্চশিক্ষা নিয়ে কিছুদিন বেসরকারী চাকুরিতে থাকলেও শেষমেষ সেখানে ইস্তফা দিয়ে বাংলাদেশ ব্যাংকে থিতু হয়েছি। এরকম অনেকেই বিভিন্ন বিশেষায়িত বিষয়ে পড়াশোন করে, বিভিন্ন ক্ষেত্রে চাকুরি করে আমাদের সাথে বাংলাদেশ ব্যাংকে যোগ দিয়েছে। যেমন আমাদের পরবর্তী ব্যাচের সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছিলেন কৃষি প্রযুক্তি বিষয়ে ¯œাতকোত্তর একজন শিক্ষার্থী। আবার সেবছর ব্যাচের অফিসার নিযোগ পরীক্ষায়ও প্রথম হয়েছিলেন একজন ফার্মেসি গ্রাজুয়েট। এবছরেও সহকারী পরিচালক পদে নিযোগ পরীক্ষায় প্রথম হওয়া প্রার্থীসহ অনেকেই বুয়েট থেকে প্রকৌশল বিদ্যা অর্জন করে জেনারেল সাইডে ব্যাংকে যোগ দিচ্ছেন! আর বিশেষায়িত পদগুলোতে বিশেষ করে আইটি, তড়িৎ , পুরকৌশল বিভাগে বা লাইব্রেরী, চিকিৎসক, ফার্মাসিট হিসেেেতা স্ব স্ব বিভাগ থেকে পড়াশোনা করা প্রার্থীরাই আসেন। এভাবে বিগত কয়েক বছরে নতুন নিয়োগ প্রাপ্তদের অধিকাংশই কৃষি, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিতে স্নাতক ডিগ্রীধারী । শুধু নিয়োগ পরীক্ষায় না পেশাগত জীবনেও অনেক ক্ষেত্রে তারা ভাল করছে; উচ্চপদে আসীন হয়েছেন। পড়াশোনার বিষয় ভিন্ন হওয়ার কারণে শুরুতে একটু সমস্যা হলেও তা কাটিয়ে উঠতে সময় লাগেনা। কারণ এখান থেকে দেশে বিদেশে পেশাসংশ্লিষ্ট প্রশিক্ষণ ও পড়াশোনার সুযোগ রয়েছে। যেমন বাংলাশে ব্যাংকে সহকারী পরিচালক পদে স্থায়ী হওয়ার পর ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ ইন্সটিউট অব ব্যাংক ব্যাংক ম্যানেজন্টে এমবিএম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স এবং আইবিতে Executive MBA করার সুযোগ রয়েছে। এছাড়া দেশের বাইরে বিভিন্ন সংস্থার বৃত্তির আওতায় থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিউট অব টেনোলজি, যুক্তরাষ্ট্রের উলিয়ামস কলেজ এবং জাপান অস্টেলিয়া ও চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রেষণে মাস্টার্স করার সুযোগ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে যেহেতু তথাকথিত ব্যাংকিং সেবা দিতে হয়না, বরং সামগ্রীক অর্থনীতি, উন্নয়ন ও ব্যাংকিং খাতের নীতি প্রণয়ন ও বাস্তবায়নে যুক্ত থাকতে হয় ফলে উচ্চশিক্ষা ও গবেষণা পেশাগত উৎকর্ষ সাধনে সহায়ক ভূমিকা রাখে।
@ নাজমুল হুদা
পেশা-পরামর্শক, লেখক ও ডিডি, বাংলাদেশ ব্যাংক
https://www.facebook.com/nazmulhuda.author/
@ নাজমুল হুদা
পেশা-পরামর্শক, লেখক ও ডিডি, বাংলাদেশ ব্যাংক
https://www.facebook.com/nazmulhuda.author/