
যোগাযোগের দক্ষতা বাড়াবেন যেভাবে
একটু যোগাযোগের জন্য আমাদের অনেকখানি পিছিয়ে পড়তে হয়। একটু খানি যোগাযোগের জন্যই আবার একজনের উত্থান হয়। যোগাযোগই নিয়ে যায় মানুষকে উন্নতির চরম শিখরে। অধুনা এ পৃথিবীতে যোগযোগ তো অতি তুচ্ছ ছার। এ প্রযুক্তির যুগেও এসে দেখতে হয়, অনেকে যোগযোগের ক্ষেত্রে নেহাত দুর্বল।
ক্যারিয়ার কেয়ার এর পাঠকদের জন্য যোগাযোগের দক্ষতা বাড়ানো উপায় নিম্নে বর্ণীত হলো:
১. বিভিন্ন ধরন সম্পর্কে ধারণা রাখুন
২. পড়তে হবে অনেক
৩. অনুসরণ করতে হবে
৪. কোর্স করতে পারেন
৫. চর্চা করা শিখতে হবে
৬. ভুল থেকে শেখা যায়
৭. শরীরী ভাষা বা ‘ননভার্বাল’ যোগাযোগ
৮. জানতে হবে নিজেকে
৯. পরামর্শ নিন
১০. নেতৃত্ব বিকাশ করুন
১১. সুযোগ কাজে লাগান
ডেস্ক/ওমর