
সমন্বিত নয়, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে: ইউজিসি
পাবলিক বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষা বাতিল করা হয়েছে। আগামী এবছর থেকে পরীক্ষাগুলো গুচ্ছ পদ্ধতিতে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
আজ বুধবার ইউজিসির চেয়ারম্যান ড. কাজী শহিদুল্লাহর সভাপতিত্বে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে কাজী শহীদুল্লাহ বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষা বাতিল করা হয়েছে। এ বছর (২০২০-২১) থেকে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।
ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা এক সঙ্গে অনুষ্ঠিত হবে। একই নিয়মে টেকনোলজি, প্রকৌশল ও জেনারেল বিশ্ববিদ্যালয়গুলোয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।