
রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে ২০৪৬ জনকে নিয়োগ
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ০৯ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’ পদে ২০৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ০৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম:
– অফিসার (জেনারেল)
পদ সংখ্যা:
– ২০৪৬টি
প্রতিষ্ঠানের নাম ও পদসমূহ:
– সোনালী ব্যাংক লিমিটেড-৩১৫,
– জনতা ব্যাংক লিমিটেড-৩৬৯,
– রূপালী ব্যাংক লিমিটেড-৪৭০,
– বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড-১৪,
– বাংলাদেশ কৃষি ব্যাংক-৫৩০,
– রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-২৮৯,
– বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন-৪৭,
– ইনভেস্টমেন্ট কপোরেশন অব বাংলাদেশ-০৫ এবং
– কর্মসংস্থান ব্যাংক-০৭ জন
শিক্ষাগত যোগ্যতা:
– স্বীকৃত কোনাে বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রী অথবা চার বছর মেয়াদী স্নাতক/ স্নাতক (সম্মান)/সমমান ডিগ্রী থাকতে হবে।
– মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহের মধ্যে দুটিতে প্রথম শ্রেণী/বিভাগ থাকতে হবে।
– গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারের নীতিমালা প্রযোজ্য হবে।
– কোন পর্যায়ে তৃতীয় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য হবে না।
বেতন কাঠামো:
– জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৬,০০০-৩৮,৬৪০ স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা।
চাকরির ধরন:
– স্থায়ী
প্রার্থীর ধরন:
– নারী-পুরুষ উভয়ই
বয়স সীমা:
– মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।
– মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের নিয়ম:
– আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি:
– ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেটের মাধ্যমে ২০০ টাকা পাঠাতে হবে।
প্রয়োজনীয় লিংক:
– সম্পূর্ণ সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে ক্লিক করুন
আবেদনের শেষ সময়:
– ০৮ মার্চ, ২০২০ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।