
করোনাকালে যেভাবে ক্লাস হচ্ছে ইরানে
করোনার প্রভাবে স্থবির গোটা বিশ্ব। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় উদ্বেগে দিন কাটাচ্ছে শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের মানসিক শক্তি এবং মনোবল হ্রাস পাচ্ছে। ভবিষ্যতের কথা চিন্তা করে বিশ্বের অনেক দেশ তাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়েছে। তবে মানা হচ্ছে বেশ নিয়ম কানুন।
করোনায় প্রায় সাত মাস বন্ধ থাকার পরে সম্প্রতি খুলেছে ইরানের স্কুলগুলো। করোনা প্রতিরোধে ক্লাসরুমে প্রত্যেক শিশুকে দেয়া হয়েছে আলাদা আলাদা তাঁবু। ক্লাসরুমের মেঝেতে পাতা তাঁবুগুলোর চারদিক স্বচ্ছ প্লাস্টিক দিয়ে ঘেরা। যার মধ্যে বসে মাস্ক ছাড়াই ক্লাস করছে শিশু শিক্ষার্থীরা। এমন একটি ক্লাস রুমের ছবি টুইটারে শেয়ার করেছেন ফারনাজ ফসিলি নামের এক সাংবাদিক।
ছবিটি ছড়িয়ে পড়ার পরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ অভিনব পন্থার প্রশংসা করেছেন, আরেকাংশ আমার শিশুদের মুখে মাস্ক না থাকায় তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে কোনো পরিষ্কার নির্দেশনা আসেনি সরকারের পক্ষ থেকে। তবে অক্টোবরে খোলা হবে এমন গুঞ্জন উঠলেও শর্তবিধি মানার কঠোর নির্দেশনা আসবে। বিভিন্ন দেশে কিভাবে অভিভাবকেরা ছেলে-মেয়েদের স্কুলে পাঠাচ্ছে, তা লক্ষ্য করতে বলছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, শুধু করোনাকালে নয়, জীবনের আগামী দিনগুলোর কথাও চিন্তা করে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিক্ষার্থীদের সচেতন করতে হবে।
এদিকে বৈশ্বিক মহামারি করোনায় মৃতের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। আর বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যা ২ কোটি ৭৭ লাখ ছাড়িয়েছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ লাখ ১ হাজার ৮৬৯ জন। আর করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৭ লাখ ৩৮ হাজার ৯৭১ জনে। তবে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৯৮ লাখ ৩২ হাজার ৬৯০ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
