আইবিএ তে পড়াশোনা: প্রস্তুতি নিন এখনই

আইবিএ তে পড়াশোনা: প্রস্তুতি নিন এখনই

MBA, IBA UNIVERSITY OF DHAKA (MBA, IBA DU DETAILS) দক্ষিণ এশিয়ার অন্যতম বিজনেস স্কুল, IBA University of Dhaka. বিগত প্রায় ৫২ বছর থেকে বিজনেস ব্যাকগ্রাউন্ডে দক্ষ মানবসম্পদ তৈরি করে আসছে। IBA, DU তে MBA করা শুধু মাত্র বিজনেস ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের লক্ষ্য নয়, এখানে যারা MBA করতে আসে বেশিরভাগই দেখা যায় কোনো না কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের। IBA, DU তে MBA করার জন্য প্রতি বছর ১২০ জন শিক্ষার্থী সুযোগ পায়। পরীক্ষা পদ্ধতি অনেক টা BBA এর ভর্তি পরীক্ষার মতই। আজকে IBA, DU এর MBA ভর্তি পরীক্ষা, প্রিপারেশন, কি কি বই পড়তে হবে ইত্যাদি নিয়ে ডিটেইল আলোচনা করবো। MBA তে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে CGPA requirement খুবই নুন্যতম। যে কোনো বিষয়ে স্নাতক কমপ্লিট করেছেন CGPA: 2.5 নিয়ে তাহলেই আপনি MBA এর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আসলে GPA/CGPA নিয়ে চিন্তা করার এখানে কিছুই নেই সুতরাং সরাসরি। Mark Distribution এ চলে যাই, English – 30, Math – 30, Analytical – 15 & Written – 25। ভর্তি পরীক্ষায় প্রতিটি সেকশনেই আলাদা পাশ মার্ক তুলতে হয়, তবে মজার ব্যাপার হলো এখানে পাশ মার্ক কত তা কখনই সুনির্দিষ্ট না। প্রতি বছরই প্রশ্নের উপর ডিপেন্ড করে পাশ মার্ক কেমন হবে। তাই পরীক্ষায় প্রতিটি সেকশনেই ভালো মার্ক তোলার চেষ্টা করতে হবে। আমরা অনেকেই যে টপিক টা একটু কঠিন লাগে সেটা স্কিপ করে যেগুলো ভালো পারি ঐ টপিক গুলোয় বেশি সময় দেই। কিন্তু এখানে এই স্ট্রেটেজি কাজ হবে না। সুতরাং প্রিপারেশন নেয়ার সময় এই বিষয় গুলো খেয়াল রেখেই পড়তে হবে। প্রিপারেশন কিভাবে নিবেন? এখানে কিছু কথা বলে রাখা দরকার আমরা সবাই MBA এর জন্য প্রিপারেশন নেই হয়তো গ্রাজুয়েশনের ৪র্থ বর্ষে অথবা চাকরি করার পাশাপাশি। তাই একটু টেক্টিক্যালি প্রিপারেশন না নিলে আগানো যাবে না, যা হবে শুধু সময় অপচয়। তাছাড়া ভর্তি পরীক্ষার ৯ থেকে ১০ মাস আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করলে প্রেশার খুব কম পড়বে সাথে আপনার একাডেমিক পড়া বা চাকরি কোনোটার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তাই সুবিধার জন্য ৩ টি ধাপে আপনাকে প্রিপারেশন নেওয়া যেতে পারে। ১ম ধাপে আপনার ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য যোগার করতে হবে এবং ভর্তি পরীক্ষার স্ট্রাকচার অনুযায়ী নিজের দক্ষতা ও দুর্বলতা বের করতে হবে। আমরা এখানে আপনার জন্য প্রয়োজনীয় সকল তথ্য তুলে ধরছি আর আপনার দক্ষতা যাচাই এর জন্য আপনি নিজে যা করবেন তাহলো, MBA Admission test এর বিগত বছরের প্রশ্ন সলভ করা। রিসেন্ট যেকোনো বছরের একটা প্রশ্ন খুলে সলভ করুন তারপর দেখুন আপনার কোন টপিকে কত সময় লেগেছে এবং কোন টপিকে আপনি কেমন মার্কস তুলেছেন। এছাড়া আপনি প্রশ্ন সলভ করার সময়ই বুঝবেন আপনার কোন বিষয়ে বেশি জোর দেওয়া দরকার। প্রিপারেশন শুরু করার আগে এই বিষয়ে নিশ্চিত হওয়া দরকার আপনার কোন কোন টপিক গুলোর উপর বেশি ফোকাস করার দরকার। নিজেকেই নিজে টপিক অনুযায়ী রেইট করুন। এখানেই ১ম ধাপ শেষ। ২য় ধাপে এখন আপনাকে পরীক্ষার জন্য পড়া শুরু করতে হবে। আসলে এটাই আসল প্রিপারেশন, এখানে যত বেশি সময় দিতে পারবেন ততই ভালো হবে আপনার জন্য। যা যা পড়তে হবে- ১। Vocabulary: Vocabulary এর জন্য Barron’s 3000 words পড়তে পারলে সব চেয়ে ভালো হয়। অথবা Barron’s High frequency words গুলোর সাথে GRE vocabulary পড়তে পারেন। এছাড়া Word smart, Word Treasurer বইয়ের যেকোনো একটা ফলো করতে পারেন। শব্দ ভাণ্ডার যত বেশি সমৃদ্ধ করতে পারবেন আপনার জন্য ততটাই ভালো। ২। Barron’s SAT– SAT এর এই বইটিতে প্রায় ৩০০০ হাজারের মত vocabulary আছে। তার সাথে 333 High frequency SAT words যা কিনা vocabulary এর মধ্যেই মার্ক করে দেওয়া আছে। এখান থেকে 333 high frequency words গুলো অবশ্যই পড়তে হবে এর সাথে যদি পুরো ৩০০০ শব্দ পড়া যায় তাহলে আর vocabulary এর জন্য আর কোনো এক্সট্রা কেয়ার এর দরকার নেই। তাছাড়া SAT এর ৬ টি মডেল টেস্ট দেওয়া আছে, যেখান থেকে ইংরেজির গ্রামার ও ভোকাবুলারি দুইটাই প্র্যাকটিস করা যাবে। বইটাতে একটা diagnostic টেস্ট and ৫/৬ টা মডেল টেস্ট আছে। প্রতিটি টেস্ট এর নিচের পার্ট পড়তে হবে। section 2: 1-7, section 3: 1-20 section 4: 1-29 section 6: 1-5 section 7: 1-18 section 8: 1-6 section 9: 1-16 section 10: 1-14 ৩। Cliffs’ TOFEL: English Grammar এর জন্য এই বইয়ের জুড়ি নেই। এই বইটিকে ৩ টি ভাগে পড়তে পারেন। প্রথমেই বইয়ের গ্রামার গুলো উদাহরণ সহকারে হাতে কলমে শেষ করবেন। এরপর ২৬৪- ২৮৪ পেইজ পর্যন্ত problem and confusing words ও preposition গুলো মুখস্থ করে ফেলতে হবে। শেষে এখানে ৬ টি মডেল টেস্ট দেয়া আছে, ঐ গুলো সলভ করতে হবে। আমি এখানে যতটা সহজ করে লিখছি পড়তে বসলে এতোটা সহজ নাও লাগতে পারে, তবে কিছু দিন ধৈর্য নিয়ে পড়লে আপনি এই বইয়ের প্রেমে পড়ে যাবেন এইটা নিশ্চিত। ৪। GMAT Review/ Manhattan GMAT / Barron’s GMAT : এই বইটি MBA প্রিপারেশনের জন্য অন্যতম একটি বই। বিশেষ করে ম্যাথ, GMAT এর ম্যাথ গুলো থেকেই সাধারণত IBA এর প্রশ্ন করা হয়। এই বইটি ফলো করলে সাধারণত IBA প্রস্তুতির ৫০% কমপ্লিট বলা যায়। কেননা এখানে English & Math কে ফলো করেই IBA এর প্রশ্ন করা হয়, অবশ্য তার মানে এই না যে এই বই গুলো করলেই হুবহু কমন পাওয়া যাবে পরীক্ষায়। এই বইটি একটি গাইড মাত্র। GMAT এর বই থেকে প্রতিটি সেকশন খুব ভালো ভাবে পড়তে হবে। Cliffs’ TOEFL এর পাশাপাশি এই বই থেকে Math Practice করতে হবে। এরপর GMAT এর English সেকশন থেকে প্রাকটিস করতে হবে। শেষে Analytical part। Analytical part এ সাধারণত ৩ ক্যাটাগরির প্রশ্ন থাকে Puzzle Questions, Critical Reasoning, Data Sufficiency। এই বইটিতে critical reasoning & Data sufficiency খুব সুন্দর ভাবে দেওয়া আছে। একটু সময় নিয়ে প্রতিদিন ৫-১০ টা প্রশ্ন সলভ করুন। Critical Reasoning এর জন্য এর চেয়ে ভালো কোনো বই আছে বলে আমার মনে হয় না। ৫। Nova GMAT Math Bible: ম্যাথ এর প্র্যাকটিসের জন্য এটি একটি অন্যতম বই। এই বইটি মূলত GMAT preparation এর জন্য সাজানো হয়েছে, এর ম্যাথ গুলো একটু কঠিন মনে হতে পারে। তবে আপনি যদি GMAT Review টি পড়তে পারেন তাহলে এটিও তেমন কিছু মনে হবে না। বিশেষ করে জ্যামিতির অংশটুকু খুব ভালোভাবে করতে হবে। এই বইয়ের Math প্র্যাকটিস গুলো ভালোমতো বুঝে করলে, Math জন্য অন্য কোনো বই এর দরকার নেই। ৬। GRE Big Book: এই বইটি থেকে Analytical পার্টের Puzzle questions গুলো প্র্যাকটিস করতে হবে। এখানে ২৭ টি টেস্টের মোট ৫৪ টি Puzzle question এর পার্ট আছে, এবং প্রতিটি পার্টে আবার ১৯ টি করে প্রশ্ন। তবে মজার ব্যাপার হলো এতো গুলো প্রশ্ন থাকার পরেও পরীক্ষা প্রস্তুতির সবচেয়ে সহজ অধ্যায় বলা হয় এটিকে। কেনোনা এই প্রশ্ন গুলো সলভ করার জন্য কোনো বাধা ধরা নিয়ম নেই। শুধু মাত্র কমন সেন্স আর একটু সময়ই যথেষ্ট। তাছাড়া এক্সট্রা প্র্যাকটিসের জন্য GRE এর vocabulary based Sentence Completion এর প্র্যাকটিস গুলো এখানে থেকে করতে হবে। ৭। বিগত বছরের প্রশ্ন: বিগত বছরের প্রশ্ন সমাধান করার কোনো বিকল্প নেই। কেননা এই থেকে আপনার ধারনা হবে যে কি রকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। বিগত সব বছরের প্রশ্নগুলো সমাধান করার জন্য কোনো বই সাজেস্ট করছি না কারণ এইগুলো যেকোনো বইয়ের দোকানে পাওয়া যাবে। এতক্ষণ বললাম বইয়ের কথা। তবে শুধু বই পড়ে চান্স পাওয়া যাবে না। বই থেকে পড়া ও প্র্যাকটিস করার পাশাপাশি কিছু অভ্যাস গড়ে তুলতে হবে আপনাকে। প্রতিদিন Written practice করা। ভবতে পারেন প্রতিদিন কিভাবে আলাদা করে Written practice করবেন?! আসলে ব্যাপারটা খুবই সহজ, প্রথমেই আপনাকে Writing essay এর কিছু বেসিক রুলস যেমন essay writing ৪ প্রকার – Narrative, Descriptive, Expository Essays, Persuasive/logical essay জানতে হবে। তাছাড়া Written এ যে বিষয়টি বেশি গুরুত্ব দেয়া হয় তাহলো আপনি একই জিনিস অন্যদের থেকে কতটুকু আলাদা ভাবে, ভিন্ন ভঙ্গিতে উপস্থাপন করতে পারেন। যেমন on the other hand বারবার না লিখে, contrast, while ব্যাবহার করুন । উদাহরণ হিসেবে, for example না লিখে to describe the situation, one example can be stated লিখুন । linking words গুলো ভালকরে ব্যাবহার করা শিখুন। পত্রিকা পড়ুন প্রতিদিন চেষ্টা করুন কমপক্ষে একটি করে আর্টিকেলের সামারি লিখার। এতে করে আপনার শেখা নতুন নতুন vocabulary ও grammar rule অ্যাপ্লাই করার চেষ্টা করুন। এছাড়াও reading test ও Viva এর জন্য The Economist, Project Syndicate, Harvard Business Review, The Daily Star সাইট গুলোর আর্টিকেল নিয়মিত পড়ুন। এতে করে আপনার reading comprehension এ সুবিধা হবে সাথে সাথে আপনার সমসাময়িক সব তথ্য জানা থকবে যা কিনা written test ও viva দুই জায়গায়ই কাজে দিবে। এসব প্রিপারেশনের চলতে চলতে যখন পরীক্ষার ২ মাস বাকি তখন আপনার ৩য় ধাপ টি শুরু করতে হবে। ৩য় ধাপে বেশি কিছুই করার নেই। ভর্তি পরীক্ষার ২ মাস আগে থেকে বিগত বছরের প্রশ্নের পাশাপাশি কিছু মডেল টেস্ট দেওয়া শুরু করেন। তবে এখন আপনি সময় ধরে পরীক্ষা দিন। যেহেতু পরীক্ষা ৯০ মিনিটের হবে আপনি আপনার মডেল টেস্টের জন্য ৮৫ মিনিট নিন। দেখুন আপনার প্রোগ্রেস কতটুকু এতে করে কোথায় কোথায় আপনার আরও একটু ঝালাই করে নেয়া দরকার তা বুঝতে পারবেন। ৫ মিনিট কম সময় ধরে করার উদ্দেশ্য হলো এক্সাম প্রেশার। প্রশ্ন নিয়ে এপিঠ ওপিঠ দেখতে দেখতে আমাদের মিনিমাম ৫ মিনিট চলে যায়। এই ৫ মিনিট আপনার সেইফটি ট্যাক্টিক্স হিসেবে রাখুন। সর্বোপরি বলা যায়, প্রিপারেশনের জন্য যেমন পরিশ্রম করতে হবে তেমনি অধ্যবসায় ও সময় দেয়াও প্রয়োজন। তাই যতদ্রুত সম্ভব প্রিপারেশন শুরু করুন।