ফেইসবুক এ কন্টেন্ট রাইটিং  -সাজিয়া জাহান সিনহা

ফেইসবুক এ কন্টেন্ট রাইটিং -সাজিয়া জাহান সিনহা

বাংলাদেশে কন্টেন্ট রাইটাররা বর্তমানে ঝুঁকছেন ফেইসবুকের দিকে।কারণ ইউটিউব এ ভিউ এর জন্য যেভাবে আয় করার সু্যোগ থাকে,তেমনি ফেইসবুকেও সেই সু্যোগ তৈরি হচ্ছে। সেইসঙ্গে বাংলাদেশে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় মাধ্যমও হওয়ায় ভাল ভাল কন্টেন্ট রাইটাররা খ্যাতিও পাচ্ছেন রাতারাতি। কেননা বাংলাদেশের অধিকাংশ মানুষ তাদের অবসরে আর যোগাযোগের ক্ষেত্রে যে মাধ্যমটি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে, সেটা নি:সন্দেহে ফেসবুক। "বাংলাদেশে বেশিরভাগ মানুষের কাছে ইন্টারনেট মানেই ফেসবুক। তার মানে এখানে অপারচ্যুনিটি (সুযোগ) অন্য যেকোন জায়গার চাইতে বেশি। ইদানিং সুবিধা আরও বেশি কারণ বিজ্ঞাপনের মাধ্যমে আয়ের ব্যাপারটা যুক্ত হয়েছে। সেইসঙ্গে ভিডিওতে যেন ভিউ বেশি হয়, সেজন্য একটা ওয়াচ পেইজও এসেছে। সেই জন্য দরকার বেশি বেশি কন্টেন্ট। তবে সেই ক্ষেত্রে স্টুডেন্ট রা বেশি ভালোভাবে এটাকে কাজে লাগাতে পারে। স্টুডেন্ট লাইফে নিজের প্রিয় কাজ থেকে যদি একটা পকেট মানি আসে! তখন কিন্তু আরও ভাল কাজ করতে ইন্টারেস্ট পাওয়া যায়, ইন্সপিরেশ্যন পাওয়া যায়। তবে ফেইসবুক এ কন্টেন্ট রাইটিং জন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে। 1. Do your research · (১.গবেষণা করুন) আপনি যদি চান যে আপনার মানুষ আপনার ফেইসবুক পোস্টগুলি খেয়াল করুক তাহলে আপনার সেই বিষয় গুলো সম্পর্কে স্পষ্ট এবং প্রাসঙ্গিক সব তথ্য জানতে হবে। 2. Speak their language · (২.নির্দিষ্ট অরিয়েন্স এর ভাষা ব্যবহার করুন) আপনি কিশোর দের জন্য যে পোস্টটি লিখছেন তা আর নতুন মায়েদের জন্য ফেসবুকে আপনি যে পোস্টটি লিখছেন দুটি ই আলাদা আলাদা মানুষেরা পড়বে। এই দুটি গোষ্ঠীর লোকেরই শুধু বিভিন্ন চ্যালেঞ্জ এবং দৃষ্টিভঙ্গি নেই, তাদের ভাষা - তাদের প্রয়োজন সব ই আলাদা। 3. Develop your voice · (৩.ভয়েসকে ডেভেলপ করুন) ভয়েস মূলত আপনার ব্যক্তিত্ব কে প্রকাশ করে। এ ক্ষেত্রে ধারাবাহিকতা আপনার অডিয়েন্স কে আপনার সাথে সংবেদনশীলভাবে সংযুক্ত হতে সহায়তা করবে, পাশাপাশি বিশ্বাস বাড়াতে, এবং আপনার ফেইসবুক পোস্টগুলিকে আপনার নিজের হিসাবে চিহ্নিত করতে সহায়তা করবে। 4. Be positive · (৪.ইতিবাচক হন) ইতিবাচক এবং খুশি মধ্যে বিশাল পার্থক্য রয়েছে।আপনি যা-ই করুন না কেন, প্রকাশ্যে কারও (বা কোনও ব্যবসা) সমালোচনা এড়ান। অন্যের সমালোচনা করা কেবলমাত্র পেশাগতই নয় বিপজ্জনক - এটি আপনার জীবনে নেতিবাচক লোককে আনতে পারে এবং আপনার বিদ্যমান অনুসারীদের সাথে আপনার নির্মিত বিশ্বাস বা বিশ্বাসযোগ্যতার ক্ষতি করতে পারে। 5.Keep It short and simple (৫.সংক্ষিপ্ত এবং সহজ রাখুন) মানুষ সময়কে মূল্য দেয়। আপনি যদি চান যে আপনার শ্রোতা আপনার মনোযোগ দিক, আপনাকেও তাদের সময়কে মূল্য দিতে হবে। 6.Use image and video (৬.চিত্র ও ভিডিও ব্যবহার করুন) যেখানে সম্ভব সেখানে একটি গল্প বলতে ছবি, গ্রাফিক্স এবং ভিডিও ব্যবহার করুন। ভিজ্যুয়াল বিষয়বস্তু কে আরও আকর্ষণ করতে সাহায্য করে এবং প্রায়শই গল্পটি কেবলমাত্র শব্দের চেয়ে দ্রুত এবং আরও সাবলীলভাবে বলতে পারে।। বাংলাদেশে প্রথম সারির কন্টেন্ট রাইটাররা বলছেন এখন অসংখ্য কন্টেন্ট তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু মান ও রুচিসম্মত কন্টেন্ট তৈরি করতে না পারায় অনেকের কাজই স্বীকৃতি পাচ্ছে না। তাই আমাদের সতর্কতার সাথে কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে।