
ক্যারিয়ার আইকন মডার্ন বাবু
সাধারন মানুষের অসাধারন হয়ে ওঠার পথের বাঁকে থাকে ছোট ছোট অনেক গল্প। যে গল্প বিশ্বাসের, যে গল্প পরিশ্রমের, যে গল্প ধৈর্য্য ধারণের, যে গল্প সাহসীকতার। ঘুরে দাড়ানোর স্বপ্ন নিয়ে শুরু হয় পথচলা। নানা বাধা আসে চলার পথে। ঝুঁকি সামলে নিতে না নিতে আবার ঝুঁকি আসে। পথচলতে গিয়ে থেমে যাওয়া মানে তো সব কিছু শেষ হয়ে যাওয়া নয়। আত্মবিশ্বাসকে পুঁজি করে আবার উঠে দাড়াতে হয়। সাফল্য তাদের কাছেই ধরা দেয় যারা থেমে গিয়েও পথের শেষ দেখতে এগিয়ে যায়। তেমনিই একজন মডার্ন প্লাইউড এন্ড উড প্রসেসিং কোম্পানী লিমিটেড এর প্রতিষ্ঠাতা আকরাম হোসেন বাবু। ক্যারিয়ার কেয়ার এর আইকন পর্বে এবারের অতিথি আকরাম হোসেন বাবু
ব্যবসা জীবন শুরু করার গল্পটি যদি বলতেন?
বাংলাদেশসহ বিশে^র সকল দেশের পরিবেশ বিপর্যয়ের মূল কারণ গাছ ও বনাঞ্চল ধ্বংস করা। গাছ ধ্বংস করে কাঠ দিয়ে মানুষ আসবাবপত্র তৈরী করে। যার ফলে প্রাকৃতিক কাঠের ব্যবহার কমাতে সবচেয়ে ভাল বিকল্প ও সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম মানের পণ্য সরবরাহ, স্থানীয় বেকার সমস্যা সমাধান করার উদ্দেশ্য নিয়ে আমি কুষ্টিয়া জেলার মিরপুরে ২০১২ মডার্ন প্লাইউড এন্ড উড প্রসেসিং কোম্পানী গড়ে তুলি। আমাদের কুষ্টিয়া অঞ্চলটিতে সাধারণত বেকাররা কাজের অভাবে নানা ধরণের অপকর্মের সাথে লিপ্ত হয়ে থাকে। এই উদ্যেশ্য নিয়ে আমি সিদ্ধান্ত নেয় একটা কোম্পানী গড়ে তুলতে যেখানে হাজার হাজার বেকার যুবক কাজ করতে পারবে।

আপনার কোম্পানীর চলমান পথে প্রতিবন্ধকতা সমূহ কি ছিলো?
আমি ২০১২ সালে কোম্পানী স্থাপনের পর থেকে চলমান পথে নানান ধরণের প্রতিবন্ধকতা, প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে। আমি কোম্পানী গঠণ করার সাথে সাথে বিদ্যুৎ সাংযোগ পায়নি যার ফলে, কোম্পানী স্থাপনের পর প্রথম ৮ মাস বিদ্যুৎ সংযোগ ব্যতীত জেনারেটর দিয়ে কোম্পানীর কাজ পরিচালনা করতে হয়েছে। এছাড়া ঠিক সময়ে ব্যাংক লোন না পাওয়া, প্রতিযোগী মার্কেটে ব্যবসার লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যাওয়াসহ বিভিন্ন প্রতিকূলতা বাধা বিগ্ন এসেছে। কিন্তু এসব প্রতিবন্ধকতা আমাদের দমিয়ে রাখতে পারেনি এবং পারবেনা বলে আমি মনে করি।
প্লাইউড ব্যবসা বেছে নেওয়ার বিশেষ কোন কারণ যদি বলতেন?
আমরা সবাই জানি একসময় বাংলাদেশ বৈচিত্র্যময় বনাঞ্জলে সবুজ শ্যামলীমায় পূর্ণ ছিলো আমাদের বাংলাদেশ। পাহাড়ী চিরসবুজ ও মিশ্র চিরসবুজ বন, উপকূলীয় সুন্দরবন এবং শালবন নিয়ে এদেশের বনাঞ্চলের বিস্তৃত ছিলো। কিন্তু বর্তমানে বাংলাদেশের লোকসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে আসবাব পত্রের চাহিদা বৃদ্ধি পাচ্ছে যার ফলে বনাঞ্চল ধ্বংস হচ্ছে। বর্তমানে আমরা দেখতে পায় প্রতিবছর বাংলাদেশসহ বিশে^র সকল দেশের প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে যার মূল কারণ গাছ ও বনাঞ্চল ধ্বংস করা। এটি মাথায় রেখে আমি প্রাকৃতিক কাঠের ব্যবহার কমাতে সবচেয়ে ভাল বিকল্প ও সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম মানের পণ্য সরবরাহ, স্থানীয় বেকার সমস্যা সমাধান করার উদ্দেশ্য নিয়ে কুষ্টিয়া জেলার মিরপুরে ২০১২ মডার্ন প্লাইউড এন্ড উড প্রসেসিং কোম্পানী গড়ে তুলি। আমার কোম্পানী স্থানীয় বেকার সমস্যা রোধে গুরুত্বপূর্ন ভুমিকা রাখছে বলে আমি মনে করি।
প্লাইউড ব্যবসায় আপনি কতটুকু সফল হয়েছেন?
কতটুকু সফল হয়েছি তা বলতে পারব না, তবে আমাদের যে লক্ষ্য ও উদ্যেশ্য তা বাস্তবায়নের দিকেই আমরা অগ্রসর হচ্ছি। উৎপাদন খাতে ২০১৬-২০১৭ সালে কুষ্টিয়া জেলার সেরা কর দাতা প্রতিষ্ঠান হিসেবে আমরা পুরষ্কার পায়। এবং ২০১৮ সালের ১০ ডিসেম্বর এই পুরস্কার আমাদের হাতে তুলে দেওয়া হয়। আমি মনে করি সরকার এবং সকলের সহোযোগিতায় আমরা সঠিক পথেই যাচ্ছি এবং সবার সহোযোগিতা থাকলে আগামীতে আমরা দেশের সেরা প্লাইউড প্রতিষ্ঠান হব বলে মনে করি।
একজন সফল ব্যবসায়ী হিসেবে আপনার আগামী দিনের ভাবনা যদি বলতেন?
চাই দেশের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখা, বেকার সমস্য রোধ করা ইত্যাদি নানামূখি সমস্যা সমাধানে দেশের হয়ে কাজ করে যাওয়া আমার মূল উদ্যেশ্য।
তরুণ উদ্যেক্তাদের উদ্যেশ্যে আপনার মূল্যবান পরামর্শ কী?
আগামীর উদ্যোক্তাদের জন্য পরামর্শ চাইতে আকরাম হোসেন বাবু বলেন, চোখে স্বপ্ন থাকতে হবে। লেগে থাকতে হবে যে কোন কাজে। আর সবচেয়ে বড় যে বিষয়টি তা হচ্ছে জানতে হবে, শিখতে হবে। জানা ছাড়া, শেখা ছাড়া কোন কিছুই ভাল ভাবে করা সম্ভব নয়। পরিশ্রম করতে হবে কৌশলী হয়ে। বুদ্ধিমানের মত খাটতে হবে। সততার সাথে বিপদ মোকাবেলা করতে হবে। আল্লাহর কাছে সবসময় আশ্রয় প্রার্থনা করতে হবে। সফলতার জন্য ধৈর্য্য ধরতে হবে। এবং হাসিমুখে সবসময় ভাল ব্যবহার করতে হবে।
একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে আপনার পরিবার ও সমাজের সমর্থন কতটুকু ছিলো?
কোন কিছুতে পরিবার ও সমাজের মানুষের সমর্থন থাকলে সেটা খুব সহজে এবং দ্রুত করা সম্ভব হয়। আমিও নানাভাবে পরিবার ও সমাজের মানুষের সহযোগিতা পেয়েছি। আমি মনে করি শ্রমিকদের পরিশ্রমের কারণে আমার কোম্পানী উন্নতি করছে।
সাক্ষাতকার গ্রহণে: এম.এম. আকাশ ও আল আমীন