
“আমার বিজয়ের গল্প” উৎসব
আগামী ব্যক্তি জীবনের সফলতার গল্প সটা শিক্ষা জীবনের কোন সফলতার গল্প অথবা চাকুরী বা ব্যবসায় জীবনের কোন সফলতার গল্প।সফলতা।সফলতা মানে জীবনের কঠিন চ্যালঞ্জে মোকাবেলা করে বিজয় চিনিয়ে আনা। সেই বিজয়ের আরেক নায়ক,যার বিজয় হার মানাতে পারে হাজারো জীবনরে সফল নায়কদরে। এই গল্প অনুপ্রাণতি করতে পারে হাজারো সফলতার পথ যাত্রার সৈনিকদের। এই প্রোগ্রামটি আয়োজন করছে শিক্ষা ও পেশা বিষয়ক র্পোটাল ক্যারযিার কেয়ার.কম। অনুষ্ঠানটি সহযোগীতায় আছে বরন্দ্রে, রকমারি ডট কম,এক্সসলিন্সে বাংলাদেশ, ঢাকা এফএম ৯৮.৪, দৈনিক ইত্তেফাক ও বাঙালি প্রকাশন ।